কালীগঞ্জে ১৫ বিঘা পান বরজ পুড়ে শেষ

আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৯:৪৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৯:৪৬:১৮ অপরাহ্ন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জে সাত কৃষকের প্রায় ১৫ বিঘা জমির পানের বরজ আগুনে ভষ্মিভূত হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ ৭ জন পানচাষী অসুস্থ হয়ে পড়েছে।
গত মঙ্গলবার সকাল ১০টার দিকে কালীগঞ্জের মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পাশে পানের বরজে আগুন লাগে।
পরে স্থানীয়রা সহ ফায়ার সার্ভিসের ১টি ইউনটি আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্থরা পার চাষিরা হল মোস্তবাপুর গ্রামের হারুন গাজির ছেলে আমজেদ আলি, আমজেদ আলীর ছেলে গফফার আলি,আমজেদ আলির ছেলে হান্নান, নওয়াব আলীর ছেলে আরিফ, আকরাম হোসেনের ছেলে আশরাফুল,হারুন গাজির ছেলে আনসার গাজি ও বজলুর রহমানের ছেলে শিমুল হোসেন। এ আগুনের সুত্রপাতের কথা কোথা থেকে কিভাবে আগুনে পান বরজ পুড়লো তা কেউ বলতে পারছে না। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কয়েক মিনিটে সবকিছ পুড়েু ছাই হয়ে যায়।
এতে ৭ জন চাষির প্রায় ১৫ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। বরজ মালিকরা বলছে ক্ষয়তির পরিমান প্রায় ৮ কোটি টাকা। পান বরজ মালিক আমজেদ আলি বলেন, আমরা নি.শ্ব হয়ে গেছি।
কীভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনে বরজ এমন ভাবে পুড়েছে কোন কিছু অবশষ্টি নেই। বরজে সব ধরন্ত পান ছিল। সববরজ নতুন করে তৈরি করতে হবে। আমরা বানিজ্যিক ভাবে পানের চাশ করি, অন্য কোন ফসল আমরা চাষ করি না।
পানের বরজের আগুন দেখে পরিবারের লোকজন মাঠের মধ্যে অসুস্থ হযে পড়ে। এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আগুন ধরার সংবাদ শোনার পর ক্ষতিগ্রস্থ পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। তবে আগুনের সূত্রপাত কিভাবে হল এ বলা সম্ভব হচ্ছে না।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net