কঙ্গোয় অজ্ঞাত রোগে ৫৩ জনের মৃত্যু

আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৭:২৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৭:২৩:৫১ অপরাহ্ন
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পশ্চিম অঞ্চলে অজ্ঞাত একটি রোগ ছড়িয়ে পড়েছে। এতে গত পাঁচ সপ্তাহে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সম্প্রতি আফ্রিকার দেশটির ইকুয়েটুর প্রদেশের প্রত্যন্ত বেশ কয়েকটি গ্রামে নতুন একটি রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, গত ২১ জানুয়ারি থেকে গত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৩১ জন আক্রান্তের খোঁজ মিলেছে। যার মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে। হু-র দাবি, অধিকাংশ ক্ষেত্রে রোগের লক্ষণ প্রকাশের পর থেকে মৃত্যুর সময় মাত্র ৪৮ ঘণ্টা, যা উদ্বেগজনক। ‘হু’-এর আফ্রিকা দফতর জানিয়েছে, প্রথম ঘটনায় বলোকো শহরের তিনটি শিশু বাদুড়ের মাংস খাওয়ার পরে তাদের মধ্যে রক্তক্ষরণজনিত জ্বরের লক্ষণ দেখা দেয়। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। এরপর ১৩ ফেব্রুয়ারি বাসানকুসু স্বাস্থ্য অঞ্চলের বোমাতে গ্রামে আরও বড় প্রাদুর্ভাব দেখা দেয়। এতে ৪১৯ জন আক্রান্তের মধ্যে ৪৫ জন মারা যায়। গত মঙ্গলবার এক বিবৃতিতে হু-র মুখপাত্র তারিক জাসারেভিচ বলেন, কয়েকদিনের মধ্যেই দ্রুত এই প্রাদুর্ভাব জনস্বাস্থ্যের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। রোগটির সঠিক কারণ এখনও অজানা। আক্রান্ত গ্রামগুলোতে নজরদারি সক্ষমতা এবং স্বাস্থ্য অবকাঠামো সীমিত বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা। বন্যপ্রাণী থেকে মানুষের মধ্যে জীবাণু সংক্রমণ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন বিশেষজ্ঞেরা। ‘হু’ জানিয়েছে, ২০২২ সাল থেকে আফ্রিকায় এ ধরনের রোগ দ্রুত বাড়ছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net