মেসির পেনাল্টির দক্ষতার পেছনে নেইমারের অবদান

আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৭:১৮:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৭:১৮:৩২ অপরাহ্ন
লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্বের গাঢ়তা সবারই জানা, যার শুরু বার্সেলোনা থেকে। দুজনের গন্তব্য ভিন্ন হলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের তারকার মধ্যে সম্পর্ক এখনও অটুট রয়েছে। বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিয়ে এবার চমকপ্রদ তথ্য দিলেন নেইমার। মেসির পেনাল্টি নেওয়ায় দক্ষতা বাড়াতে তিনি বেশ সাহায্য করেছিলেন। সম্প্রতি পডপাহ পডকাস্টে উপস্থিত হয়ে নেইমার ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মেসির সঙ্গে কাটানো দারুণ মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেছেন। সেখানেই পেনাল্টির ব্যাপারে ব্রাজিলিয়ান তারকার কাছ থেকে পরামর্শ নেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। নেইমার স্বীকার করেছেন, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তার কাছে সহযোগিতা চাওয়ায় বিস্মিত হয়েছিলেন। তিনি বলেন, ‘আমি মেসিকে তার পেনাল্টি নিতে সাহায্য করেছিলাম। আমরা ট্রেনিং করছিলাম এবং সে আমাকে জিজ্ঞাসা করলো, ‘তুমি কী করে এভাবে পেনাল্টি নিতে পারো?”নেইমার বলে গেলেন, ‘আমি আশ্চর্য হয়ে বললাম, ‘তুমি কি ঠিক আছো? তুমি মেসি! আমি পারলে তো তুমিও পারবে’। তারপর আমি তাকে দেখালাম কীভাবে নিতে হয় এবং সে অনুশীলন করলো।’

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net