ইতালির কর্ম ভিসা নিয়ে যা বলল দূতাবাস

আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৩:৫৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৩:৫৮:৩৪ অপরাহ্ন
ইতালির কর্ম ভিসা (ওয়ার্ক ভিসা) আবেদন প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে। ভিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হলেই কেবল আবেদনপত্র নেয়া হবে। গতকাল বুধবার ঢাকার ইতালির দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দূতাবাস ১৭ অক্টোবরের পূর্ববর্তী বিজ্ঞপ্তির সূত্র ধরে পুনরায় নিশ্চিত করছে যে, ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালীয় আইন ডিক্রি ১৪৫ অনুসারে, ২১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ইস্যুকৃত সব ‘নুল্লা ওস্তা’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আইন ডিক্রি ১৪৫ এর বিধান অনুযায়ী, ইতালীয় অভিবাসন কর্তৃপক্ষ এই ‘নুল্লা ওস্তাগুলোর’ পুনর্মূল্যায়ন করবে। সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের মাধ্যমে ‘নুল্লা ওস্তা’ পুনর্মূল্যায়ন ও নিশ্চিতকরণের পরই দূতাবাস ওই ‘নুল্লা ওস্তা’ ধারককে আবেদনপত্র জমা দেয়ার জন্য আমন্ত্রণ জানাবে। ইতোমধ্যে এই প্রক্রিয়ায় কয়েকশ ‘নুল্লা ওস্তা’ ধারকের সঙ্গে যোগাযোগ করে তাদের আবেদনপত্র জমা দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যতীত, ঢাকায় কর্ম ভিসা আবেদন প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। আগ্রহীদের কর্ম ভিসা আবেদন পুনরায় চালুর বিষয়ে দূতাবাসে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য এবং দূতাবাসের সরাসরি যোগাযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। গত ২২ অক্টোবরের পর ইস্যু করা ‘নুল্লা ওস্তা’ ধারকদের জন্য এপ্রিলে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net