বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। বাংলাদেশে দল পাঠাতে প্রাথমিক সম্মতি জানিয়েছে পিসিবি। টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এফটিপি অনুযায়ী, মে মাসের শেষের দিকে পাকিস্তানে সাদা বলের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সফরে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। টাইগারদের এই সফরটি অবশ্য আইসিসির এফটিপির অংশ। পাকিস্তান সফরের পরেই আবার পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে হতে পারে বাংলাদেশের। এফটিপির বাইরে বিসিবির প্রস্তাবে রাজি হয়ে জুলাই-আগস্টে বাংলাদেশে এসে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। বিসিবি এবং পিসিবি এই সিরিজ নিয়ে আলোচনা করেছে। সিরিজের বিষয়ে এই মুহূর্তে ইতিবাচক উভয় বোর্ডই।