জিপি’র চাকরিহারাদের আন্দোলন

জলকামানে পণ্ড, নারীসহ আটক কয়েকজন

আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০৩:০২:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০৩:০২:০০ অপরাহ্ন
গ্রামীণফোনের (জিপি) চাকরিচ্যুতদের জলকামান ও লাঠিপেঠা করে আন্দোলনে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় নারীসহ আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক জিপি হাউজের সামনে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১০টা থেকে ‘চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ’ এর ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়। প্রায় তিন শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন। বিক্ষোভকারীদের দাবি, অবৈধভাবে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহাল এবং প্রতিষ্ঠানটির মুনাফার ৫ শতাংশ পাওনার বিলম্ব জরিমানা দিতে হবে। বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার এবং কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তিনি আটক ব্যক্তিদের নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি। গত এক মাস ধরে অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগে এবং ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে জিপি হাউজের সামনে বিক্ষোভ করছে বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ। বিক্ষোভে অংশ নেয়া কর্মীরা অভিযোগ করেন, ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩ হাজার ৩৬০ জন কর্মচারীকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে। তারা বলেন, গ্রামীণফোন একটি দানব প্রতিষ্ঠান। কোনও নোটিশ ছাড়াই ই-মেইলের মাধ্যমে কর্মীদের একদিনের মধ্যে বরখাস্ত করা হয়েছে। কোম্পানির মুনাফার ৫ শতাংশ পাওয়ার ন্যায্য অধিকার আমাদের। আমরা এই অন্যায়ের বিচার চাই। এ সময় তাদের ‘এক দফা এক দাবি, ৫ শতাংশ মুনাফা দিবি’, ‘জিপি ম্যানেজমেন্টের দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘ম্যানেজমেন্টের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘গ্রামীণফোনের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘বকেয়া না দিলে, পিঠের চামড়া থাকবে না রে, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এদিকে, চাকরিচ্যুত কর্মচারীদের আন্দোলন সামাল দিতে জিপি হাউজের ভেতরে ও সামনে পুলিশের পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net