যে কারণে ‘রাবণ’ চরিত্রেটি গ্রহণ করেন যশ

আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০৬:৫৭:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০৬:৫৭:৪৭ অপরাহ্ন
পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করছেন ‘রামায়ণ’ সিনেমা। এতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। আর সীতা চরিত্র রূপায়ন করছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সিনেমাটিতে রাবণ চরিত্রে দেখা যাবে ‘কেজিএফ’ তারকা যশকে। মহাকাব্য রামায়ণের অন্যতম প্রধান চরিত্র এবং প্রধান খলনায়ক রাবণ। তারপরও চরিত্রটি কেন রূপায়ন করতে রাজি হলেন যশ। এ নিয়ে কথা বলেছেন এই তারকা। যশ বলেন, “চরিত্রটি ভীষণ চিত্তার্কষক। অন্য কোনো কারণে এটা করতাম না। আপনি যদি জিজ্ঞাসা করেন, রামায়ণে অন্য কোনো চরিত্রে অভিনয় করতে চান কিনা? আমি বলব, সম্ভবত না। আমার কাছে, রাবণ চরিত্রটি রোমাঞ্চকর। বিশেষ এই চরিত্রের শেড এবং সূক্ষ্মতা আমার পছন্দ। চরিত্রটিকে ভিন্নভাবে উপস্থাপন করার অনেক সুযোগ রয়েছে।” রণবীর-সাই পল্লবী আগেই সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন। এ জুটির লুকও প্রকাশিত হয়েছে। তবে এখনো যশের অংশের শুটিং শুরু হয়নি। যশ বর্তমানে বেঙ্গালুরুতে ‘টক্সিক’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমার শুটিং শেষ করতে যশের আরো দুই মাস সময় লাগবে। এটি পরিচালনা করছেন গীতু মোহনদাস। ‘রামায়ণ’ সিনেমায় হনুমান চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। রাবণের ভাই বিভীষণের চরিত্রে অভিনয় করছেন বিজয় সেতুপতি। অভিনেত্রী লারা দত্তকে দেখা যাবে কৈকেয়ীর ভূমিকায়। সিনেমাটি তিনটি পর্বে নির্মাণ করা হবে। ‘রামায়ণ’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ৬০০ দিন ব্যয় হবে। এর ভিএফএক্সের দায়িত্ব দেওয়া হয়েছে অস্কারজয়ী সংস্থা ডিএনইজিকে। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। বক্স অফিস বিশ্লেষক সুমিত জানিয়েছেন, ২০২৭ সালের অক্টোবরে মুক্তি পাবে ‘রামায়ণ’।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net