শ্রীপুরে ইজারার দখল নিয়ে যুবদল নেতার অস্ত্রের মহড়াঃ দল থেকে বহিষ্কার

আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০১:০৬:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০১:০৬:৪২ পূর্বাহ্ন
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মাথায় লাল কাপড় বেঁধে হাতে দেশীয় অস্ত্র নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে প্রকাশ্যে চাঁদা তোলার ঘোষণা দিলেন যুবদল নেতা জাহাঙ্গীর আলম। এই ঘটনা সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল হলে তাৎক্ষণিক তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর আলম কে দল থেকে বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শনিবার (২২ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারের মহাসড়কের পাশে প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর মাইকে ঘোষণা দিয়ে তাকে বাজারের চাঁদা দেওয়ার জন্য ঘোষনা করে।সেই সাথে জোর পুর্বক শতাধিক দোকান থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করে। প্রকাশ্যে অস্ত্রের মহড়া সহ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ এসে ভীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এমসি বাজার এলাকায় কিছু দুষ্কৃতকারী বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়ভীতি হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়টি অবগত হয়েছে। পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেপ্তার করতে কাজ করছে। ব্যবসায়ীদের আতঙ্কিত না হয়ে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করার জন্য পরিবেশ করা হয়েছে।
 
অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীরকে মুঠোফোনে পাওয়া যায়নি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net