
আগামী ১৩ মার্চ শ্রী শ্রী দোল যাত্রার শুভ অধিবাস ১৪ মার্চ শ্রীশ্রী দোল পূর্ণিমা এবং ১৫ মার্চ বিশ্বশান্তি কল্পে শ্রীশ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠান, শ্রী বিজয় কৃষ্ণ দাশ, দৈনিক জনতার কুমিল্লা মহানগর প্রতিনিধি ও স্বর্গীয় রাজ চন্দ্র দাশ মহাশয় এর বাড়ীতে আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিতি কামনা করেছেন মন্দির পরিচালনা কমিটি।