
রাজধানীর উত্তরা এলাকা থেকে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চীনা নাগরিকের নাম ওয়াং বু (৩৭)। তিনি উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে একটি বাসায় সহকর্মীদের সঙ্গে বসবাস করতেন। পুলিশের ধারণা, চীনা নাগরিককে হত্যার পর তার সহকর্মীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে গেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই বাসায় যায় পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে ওই বাসায় এক মাস আগে ভাড়ায় উঠেন। তিনি বাংলাদেশে নয় বছর ধরে পার্টনারে পাথরের ব্যবসা করতেন।’ ওসি বলেন, আমরা ঘটনাস্থলে আছি।
সিআইডি ক্রাইম সিনের সদস্যদের খবর দেয়া হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বলেন, ওই ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, নিহত ওয়াং বুর সঙ্গে আরও দু’তিনজন চীনা নাগরিক ওই বাসায় প্রবেশ করেন। এরপর তারা কিছু সময় পর বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে তারা ওয়াং বুকে হত্যা করে পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।
গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই বাসায় যায় পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে ওই বাসায় এক মাস আগে ভাড়ায় উঠেন। তিনি বাংলাদেশে নয় বছর ধরে পার্টনারে পাথরের ব্যবসা করতেন।’ ওসি বলেন, আমরা ঘটনাস্থলে আছি।
সিআইডি ক্রাইম সিনের সদস্যদের খবর দেয়া হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বলেন, ওই ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, নিহত ওয়াং বুর সঙ্গে আরও দু’তিনজন চীনা নাগরিক ওই বাসায় প্রবেশ করেন। এরপর তারা কিছু সময় পর বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে তারা ওয়াং বুকে হত্যা করে পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।