সর্বশেষ যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, তিনি তখন ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বেই বাংলাদেশ খেলেছিল আইসিসি ইভেন্টে নিজেদের একমাত্র সেমিফাইনাল। গতকাল থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আরও এক আসর, যা শুরুর প্রাক্বালে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন মাশরাফি। নিজের ফেসবুক পোস্ট থেকে দেওয়া বার্তায় সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল শুভকামনা। সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভকামনা সবসময়।’ চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে দীর্ঘ ৮ বছর পর। মাশরাফি সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালে। নেতৃত্ব ছাড়ার পর আর জাতীয় দলে খেলেননি, এমনকি দলের সাথেও যুক্ত নেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বারবার ঘুরেফিরে সামনে আসছে তার নাম। এ মুহূর্তে মাশরাফি অবশ্য ক্রিকেট থেকেই বহু দূরে। বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সরকার পতনের পর পড়েন জনরোষের মুখে। জ্বালিয়ে দেওয়া হয় নড়াইলে থাকা তার বাড়িটিও। এমনকি জুলাই আন্দোলনের জেরে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এসব কারণে সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলতে পারেননি। ক্রিকেট পাড়ায়ও দীর্ঘদিন হলো খোঁজ নেই মাশরাফির। তবে পট পরিবর্তন, পরিস্থিতি পরিবর্তনেও বাংলাদেশ দলের প্রতি মাশরাফির মোহ যে এতটুকু কমেনি, শান্ত-মিরাজদের শুভকামনা জানিয়ে যেন তা-ই মনে করিয়ে দিলেন।