
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন আবারও বড় বাজেটের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন। ‘পুষ্পা ২’ সিনেমার সাফল্যের পর এবার জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমারের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি। অ্যাটলি কুমার সর্বশেষ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন, যা বক্স অফিসে ব্যাপক সফলতা পেয়েছিল। গুঞ্জন রয়েছে, আগামী অক্টোবর মাস থেকেই ছবিটির শুটিং শুরু হতে পারে। ইতোমধ্যে আল্লু অর্জুনের সঙ্গে পরিচালকের আলোচনা চূড়ান্ত হয়েছে। জানা গেছে, এই ছবিতে প্রধান নারী চরিত্রে থাকছেন জাহ্নবী কাপুর। তিনি এর আগে ‘দেবরা’ ছবিতে অভিনয় করে দক্ষিণী দর্শকদের নজর কেড়েছেন এবং বর্তমানে রাম চরণের আসন্ন ছবিতেও কাজ করছেন। এক সাক্ষাৎকারে অ্যাটলি জানান, তিনি এবার আরও বড় পরিসরে সিনেমা নির্মাণ করতে চান এবং ভারতসহ আন্তর্জাতিক বাজারে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। ‘জওয়ান’ ছবির সাফল্যের পর তিনি বলিউডের আরও বড় তারকাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। শোনা যাচ্ছে, তিনি সালমান খান এবং হৃতিক রোশনের সঙ্গেও সম্ভাব্য প্রজেক্ট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই ছবির মাধ্যমে আল্লু অর্জুন ও অ্যাটলি কুমার প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তাদের এই নতুন প্রজেক্ট দর্শকদের মধ্যে ইতোমধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। নির্মাতাদের কাছ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।