কুমিল্লায় প্রবাসীকে কুপিয়ে টাকা ও ডায়মন্ড ছিনতাই

আপলোড সময় : ১৮-০২-২০২৫ ১২:১৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৫ ১২:২০:০৫ অপরাহ্ন
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় এটিএম বুথের সামনে এক প্রবাসীকে কুপিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স এলাকার নিশা টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পর আহত সেই প্রবাসীকে হাসপাতালেও নিতে দেয়নি দুর্বৃত্তরা- এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীর ভাই। ছিনতাইয়ের শিকার ওই প্রবাসীর নাম নূর মুনতাকিম। তিনি নগরীর বাদুরতলা এলাকার মোহাম্মদ মোসলেমের ছেলে। তিনি একজন আমেরিকান পাসপোর্টধারী। মুনতাকিমের ভাই নূর মোহাম্মদ আব্দুল মুকিত মোবাইল ফোনে বলেন, আমার ভাই আমেরিকা প্রবাসী। গত ২৯ জানুয়ারি দেশে আসেন। সন্ধ্যায় বন্ধু মাসুদের সঙ্গে বের হন। দুই বন্ধু মোটরসাইকেলে করে নিশা টাওয়ারের সামনের ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা ওঠাতে যান। টাকা উঠিয়ে বের হলে হঠাৎ ১০-১২ জন ছেলে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় তারা হাত-পা, ঘাড়, পিঠ ও মাথায় আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে তার হাত-পা ঘাড় ও পিঠে গুরুতর আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তিনি বলেন, এ সময় তারা তার বন্ধু মাসুদকেও মারধর করে। পরে তারা চলে যাওয়ার পর মাসুদ আমাদের কল দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি রাস্তায় পড়ে আছে। পরে আমরা তাকে হাসপাতালে নিতে চাইলে ওই ছেলেগুলো আবার চলে আসে। তারা ভাইকে হাসপাতালে নিতে দেয়নি। তারা বলে হাসপাতালে নিলে মামলা হবে। এখন চিকিৎসা দেওয়া ছাড়াই তাকে বাড়িতে এনেছি। মুকিত বলেন, আমার ভাইয়ের কাছে বুথ থেকে ওঠানো টাকাসহ ৪০ হাজার টাকা ছিল। হাতের ডায়মন্ডের রিং, গলায় স্বর্ণের চেন ও আইফোনটি তারা নিয়ে যায়। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শুনেছি। পুলিশ গেছে ঘটনাস্থলে। বিস্তারিত জেনে জানানো হবে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : djanata123@gmail.com, ওয়েবসাইট : www.dainikjanata.net