পাকুন্দিয়ায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

আপলোড সময় : ১৭-০২-২০২৫ ১০:৪১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৫ ১০:৪১:৫৯ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আশরাফুল ইসলাম ফাহাদ  (২৪) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২ জন। গত শনিবার উপজেলার বাহাদিয়া এলাকার কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ফাহাদ উপজেলার বাহাদিয়া উওর পাড়া গ্রামের কামরুল ইসলাম ছেলে। আহত ব্যক্তিরা হলো নাইম (১৮) এবং শাকিল (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, পাকুন্দিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাহাদিয়া দিকে যাচ্ছিলেন তিন বন্ধু আশরাফুল ইসলাম ফাহাদ, নাইম এবং শাকিল। সিএনজিটি ঢাকা থেকে পাকুন্দিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাহাদিয়া পাঠানবাড়ি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম ফাহাদ নিহত হয়। স্থানীয়রা দ্রুত সকলকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থা গুরুতর হওয়ায় নাইম, এবং শাকিলকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net