বাঞ্ছারামপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১১:৪১:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১১:৪১:৪৬ অপরাহ্ন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বাঞ্ছারামপুর পৌরসভায় ৬নং ওয়ার্ডে বটতলিতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ফারজানা ইয়াসমিন শিল্পী নামের এক স্কুল শিক্ষিকার। গত বুধবার এই দুর্ঘটনা ঘটে। ওই স্কুল শিক্ষিকা বাঞ্ছারামপুর এস এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। তিনি খোশকান্দি গ্রামের মৃত মোহাম্মদ শাজাহান আলমের স্ত্রী। নিহত ফারজানা ইয়াসমিন শিল্পী দুই সন্তানের জননী।
জানা গেছে, গত বুধবার রাতে ওই শিক্ষিকা তার এক আত্মীয়র সাথে মোটরসাইকেলযোগে বাঞ্ছারামপুর আসার পথে বাঞ্ছারামপুর-হোমনা সড়কের বটতলী মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পরে ফারহানা শিল্পী। এসময় সে গুরতর আহত হয়। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকেই ওই ট্রাকের ড্রাইভার পালাতক রয়েছেন। ওই ট্রাক বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মামা বাঞ্ছারামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ অপু বলেন,  রাতে এক আত্মীয়ের সাথে মোটরসাইকেলে করে উজানচর থেকে বাঞ্ছারামপুরে ফেরার পথে বটতলী মোড়ে বেপরোয়া গতির ট্রাকের সাথে ধাক্কা লেগে আমার ভাগ্নি ছিটকে পড়ে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net