পরবর্তী বোর্ড সভাপতি হতে যাচ্ছেন তামিম!

আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০৯:৩২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০৯:৩২:২০ অপরাহ্ন
তামিম ইকবালের ক্রিকেটার পরিচয় এখন কেবল টিকে আছে ঘরোয়া ক্রিকেটে। সেটাও দুই টুর্নামেন্টে, ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলে। আরো অন্তত দুটি আসর নিজেকে ২২ গজে রাখতে চান তামিম। তবে গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে, তামিম হতে যাচ্ছেন পরবর্তী বোর্ড সভাপতি! রাজনীতিতে তামিমের নাম লিখানোর সম্ভাবনা নেই। তামিম থাকতে চান ক্রিকেটের সঙ্গেই। ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক পদে যেতে হলে আগামী নির্বাচনে তাকে অংশ নিতে হবে। সেজন্য হতে হবে কাউন্সিলর। সেই পরিকল্পনায় তামিম একটু একটু করে এগিয়ে যাচ্ছেন বোঝা যাচ্ছে। কারণ সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তামিম। প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার ডিভিশনে উঠে আসা গুলশান ক্রিকেট ক্লাবের একাংশের মালিকানা কিনেছেন তামিম। তার সঙ্গে জুটি বেঁধেছেন বিপিএলের দল ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান। গুলশানের এই ক্লাবটির মালিকানা ছিল বেক্সিমকো গ্রুপের। সরকার পতন এবং পরিবর্তনের পর বেক্সিমকো গ্রুপের দল চালানোর অবস্থাতে নেই। বিপিএলের ফাইনালের পর সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি হওয়ার প্রসঙ্গে তামিম বলেছেন, “ওটা দেখা যাকৃ।” তামিম যে একদিন ক্রিকেট প্রশাসনে কাজ করতে চান, বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ দায়িত্বে আসার ইচ্ছে যে তার আছে, নানাভাবে তা নানা সময়েই বুঝিয়েছেন। গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানা কেনার মাধ্যমে সেই সম্ভাবনা আরও জোর পেল। সেক্ষেত্রে এবারের ঢাকা লিগই হতে যাচ্ছে তামিমের শেষ পেশাদার ক্রিকেটের পথচলা। আগস্টে নির্বাচনে অংশ নিলে তামিমকে আর পাওয়া যাবে না ২২ গজে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net