
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজ স্কুলশিক্ষার্থী রোমান শেখের লাশ ২৩ দিন পর সকালে একটি ডোবাতে বস্তাবন্দি অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত থাকায় ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয় তার লাশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁওয়ের একটি ডোবার কচুরিপানা পরিষ্কার করতে যায়। সেখানে বস্তাবন্দি লাশ দেখে পুলিশে খবর দেয়। রোমান শেখ নিখোঁজের মামলার আসামি সিয়াম ও সিয়ামের বড় ভাই মানিক ব্যাপারীদের বাড়ির পাশের ডোবায় বস্তাবন্দি লাশ পাওয়ায় স্থানীয় ও সহপাঠীরা উত্তেজিত হয়ে সিয়ামদের ঘরবাড়ি ভাঙচুর করে। ঘরের ভেতর থেকে দেশীয় বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করে এবং ঘরে থাকা আসবাবপত্র বের করে আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী ও সহপাঠীরা। এ সময় রোমানের বাবা মিরাজ শেখ ছেলের লাশ শনাক্ত করেন। সিরাজদিখান সার্কেল এএসপি আ ন ম ইমরান খান জানান, তারা মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। নিখোঁজ রোমান শেখের বেলতলী উচ্চবিদ্যালয়ের সহপাঠীরা গত বুধবার সিরাজদিখান থানায় অতর্কিত হামলা করে ভাঙচুর ও তাণ্ডব চালায় এবং পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সেখানে লাশ উদ্ধারে ঘটনাস্থলে যেতে পারেননি পুলিশ। তবে দুপুর ১টার দিকে সেনাবাহিনীর সহযোগিতায় ঘটনাস্থলে যায় পুলিশ। তিনি আরও বলেন, গত ২১ জানুয়ারি বাবার ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হয়ে আর ফেরেনি রোমান। এই ঘটনায় সিরাজদিখান থানায় একটি অপহরণ মামলা হয়। যে মামলায় সিয়াম ও তার বড় ভাই মানিকসহ তিন জন আসামি গ্রেপ্তার ও ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামিদের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। শ্রীনগর থানার ওসি শাকির আহাম্মেদ জানান, সেনাবাহিনীর সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশটি বেশ কয়েকদিন আগের হওয়ায় গলে গেছে। ময়নাতদন্ত করে আঘাতের চিহ্ন বোঝা যাবে। লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। উল্লেখ্য, গত বুধবার নিখোঁজ রোমানের সন্ধান দাবিতে মানববন্ধন কর্মসূচি শেষে সিরাজদিখান থানায় অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।