
স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিলো নেদারল্যান্ডস। অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার রুল্ফ ফন ডার মারউই ও কলিন অ্যাকারম্যান। তাদের জায়গায় ডাচ নির্বাচকরা নিয়েছেন আক্রমণাত্মক ওপেনিং ব্যাটার মাইকেল লেভিট, গতি তারকা কাইল ক্লেইন ও বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গল। গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া স্কট অ্যাডওয়ার্ডসকে অধিনায়ক করা হয়েছে। বাস ডি লিড, পল ফন মিকেরেন, তেজা নিদামানুরু, লোগান ফন বিক, ম্যাক্স ও’ডাউড ও ওয়েসলি বারেসি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন।
দুই বছর আগে অ্যাডিলেড ওভালে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে বিদায়ের পথ দেখায় নেদারল্যান্ডস। এবার প্রোটিয়াদের সঙ্গে একই গ্রুপে পড়েছে ডাচরা। এডওয়ার্ডসের দল তাদের প্রথম ম্যাচ খেলবে ৪ জুন নেপালের বিপক্ষে। তাদের গ্রুপের অন্য দল শ্রীলঙ্কা ও বাংলাদেশ।