উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে’অফের প্রথম লেগে গত বুধবার দিবাগত রাতে সেল্টিককে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে শেষ ষোলোর যাওয়ার দৌড়ে এগিয়ে গেল তারা। ঘরের মাঠে ফিরতি লেগে কোনোরকমে হার এড়াতে পারলেই পরের রাউন্ডে চলে যায় বাভারিয়ানরা। অবশ্য সেল্টিকের মাঠে গোলের দেখা পেতে বেশ সময় নেয় বায়ার্ন। ম্যাচের ৪৫ মিনিটে মাইকেল অলিসের গোলে লিড নেয় তারা। বিরতির পর ৪৯ মিনিটে হ্যারি কেনের গোলে ব্যবধান বাড়ে। অবশ্য ৭৯ মিনিটে সেল্টিকের ডাইজেন মায়েদা গোল করে ব্যবধান কমান। ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু বাদবাকি সময় নিজেদের জাল অক্ষুন্ন রেখে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। জয় পেলেও খুশি নন হ্যারি কেন। তার মতে ম্যাচে এমন অনেক জায়গা ছিল যেখানে তারা আরও ভালো খেলতে পারতো, ‘‘অবশ্যই ম্যাচে এমন বেশ কিছু জায়গা ছিল যেখানে আমরা আরও ভালো পারফরম্যান্স করতে পারতাম। সেক্ষেত্রে আগামী সপ্তাহে আমাদেরকে উন্নতি করতে হবে। তবে সব মিলিয়ে সঠিক সময়ে আমরা গোল করতে পেরেছিলাম। যদিও তারা আমাদের বেশ চাপে রেখেছিল। বিশেষ করে শেষ মুহূর্তে আমাদেরকে অনেক সতর্ক হয়ে খেলতে হয়েছে। যেটা আমরা করতে পেরেছি। যখন আপনি এই ধরনের ম্যাচ জিতেন তখন সন্তুষ্ট থাকতে হয়। কারণ, এই ধরনের মাঠে অ্যাওয়ে ম্যাচ জেতা সহজ নয়।’’