চোটের কারণেই এমন বাজে পারফরম্যান্স : টেন হাগ

আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ০৮:৪১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ০৮:৪১:৩১ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
ব্যর্থতার বৃত্তেই আটকে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত রোববারও আর্সেনালের কাছে হেরে গেছে ১-০ ব্যবধানে। এই হারের পর আরেকবার চোট সমস্যাকে সামনে আনলে দলটির কোচ এরিক টেন হাগ। চলতি মৌসুমে বাজে পারফরম্যান্সের দায় দিলেন চোটকে। এ মৌসুমে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সবমিলিয়ে ৯টি ম্যাচ হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৭০-৭১ মৌসুমের পর সবচেয়ে বেশি ৮২টি গোল হজম করেছে দলটি। মৌসুম জুড়েই রক্ষণভাগে ভুগেছে রেড ডেভিলরা। ইনজুরির কারণে ছয়জন ডিফেন্ডার মাঠের বাইরে আছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোকে খেলতে হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে। এ ছাড়া দলের প্লে-মেকার ব্রুনো ফের্নান্দেস এবং ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে পাচ্ছে না চোটের কারণে। সবমিলিয়ে হতাশা প্রকাশ করে টেন হাগ বলেছেন,’সব খেলোয়াড় সুস্থ থাকলে আমাদের কোথায় থাকা উচিত ছিল জানি না। কিন্তু অবশ্যই সবাই যদি ফিট থাকত তাহলে নিশ্চিতভাবেই আরও বেশি পয়েন্ট পেতাম। অবশ্যই তখন আরও ধারাবাহিকতা থাকত আমাদের। বিশেষ করে রক্ষণে। কারণ, এখন আমরা অনেক সুযোগ দিচ্ছি, অনেক গোল হচ্ছে এবং গত মৌসুমে প্রিমিয়ার লিগে আমরাই সবচেয়ে বেশি ম্যাচে জাল অক্ষত রাখতে পেরেছিলাম।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net