স্বপ্নপুরী থেকে উদ্ধার ৫ ভল্লুক গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর

আপলোড সময় : ১৩-০২-২০২৫ ১২:১৭:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০২-২০২৫ ১২:১৭:২৮ অপরাহ্ন
মোঃ উজ্জল মিয়া শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকায় স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধারকৃত ৫টি ভল্লুক উদ্ধার করে গাজীপুরের শ্রীপুর সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। বুধবার(১২ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় প্রাণীগুলোকে হস্তান্তরের পর পার্কের কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে। এর আগে গত মঙ্গলবার বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা স্বপ্নপুরী পার্ক থেকে ভল্লুক গুলো উদ্ধার করে। বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম কুমার মল্লিক বিষটি নিঃসৃত করেন। তিনি জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারী সার্বিক দিক নির্দেশনায় অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্রগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের সময় ওই পার্ক থেকে ভল্লুক ছাড়াও আরো ৪৩টি পশুপাখি উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ৫টি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিন, ৫টি রাজধনেশ, ২টি সজারু ও ১ টি ভোদর।এগুলোর মধ্যে কেবল ৫টি ভল্লুক গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে। উদ্ধারের পর বন্ধ করা হয়েছে স্বপ্নপুরী পার্কের মিনি চিড়িয়াখানা। অসীম কুমার মল্লিক আরো বলেন, এর আগে গত ২৬ জানুয়ারি পার্কটিতে ১ম ধাপে অভিযানে ৭৪ টি বন্যপ্রাণী জব্দকরে। এগুলোর মধ্যে ৫২ টি বন্যপ্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু পার্ক কর্তৃপক্ষ সেসব প্রাণীর বেশিরভাগের পক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় মঙ্গলবার অভিযান পরিচালনা করে প্রাণীগুলো নিয়ে আসা হয়। বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অপর বণ্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বলেন, স্বপ্নপুরী পার্কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে প্রাণীগুলো সাফারি পার্কে আনা হয়েছে। এগুলোর চিকিৎসা ও পুনর্বাসন চলবে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net