অবশেষে নীরবতা ভাঙলেন এড শেরন

আপলোড সময় : ১১-০২-২০২৫ ১১:০৬:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৫ ১১:০৬:৫০ অপরাহ্ন
জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এড শেরন। বর্তমানে কনসার্টে যোগ দিতে ভারতে অবস্থান করছেন তিনি। কিন্তু গত রোববার এই শিল্পীর সঙ্গে ঘটে গেছে এক অনভিপ্রেত ঘটনা। ব্যাঙ্গালুরুর রাস্তায় যখন ভক্তদের সঙ্গে ওপেন মাইক পারফরম্যান্স করছিলেন, ঠিক সে সময়ই পুলিশ আসে সেখানে। খুলে নেওয়া হয় এড শেরনের মাইকের প্লাগ, বন্ধ করে দেওয়া হয় কনসার্ট। এ নিয়ে যখন এড শেরন ভক্তরা রীতিমতো ক্ষিপ্ত, ঠিক তখনই ইনস্টাগ্রামে এ নিয়ে মুখ খুললেন শিল্পী। তিনি লেখেন, ‘আমাদের বাস্ক করার অনুমতি ছিল। যে জায়গার জন্য পারমিশন নেওয়া হয়, সেখানেই বাস্কিং করছিলাম আমরা। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসিনি। যদিও এখন সব ঠিক আছে।’ গত রোববার ব্যাঙ্গালুরুর চার্চ স্ট্রিটে পারফর্ম করছিলেন এড শেরন। সে সময় পুলিশ অফিসার এসে তাদেরকে জায়গা ছেড়ে দিতে বলেন। রাজি না হলে মাইক খুলে নেওয়া হয়। এডের টিম অনুমতি নিয়ে বাস্কের কথা জানালেনও পালটা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, বিনা অনুমতিতেই পারফর্ম করছেন তারা। উল্লেখ্য, সারা ভারত জুড়েই ফেব্রুয়ারি মাসে শো করবেন শেরন। আজ বুধবার তার শো রয়েছে শিলংয়ের। এরপর আগামী রোববার শেরনের কনসার্টে রয়েছে গুরগাঁওতে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net