
জাতীয় নির্বাচন ওনারা দ্রুত চাচ্ছেন, এই ডিসেম্বরেই চাচ্ছেন। আমাদের তরফ থেকে চিন্তাভাবনা হচ্ছে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদ দেখবেন, সিদ্ধান্ত হলে জানবেন
আগামী জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তা রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর নির্ভর করছে। গতকাল সোমবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এখন যদি সব পার্টি বলে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, সেক্ষেত্রে উনি তো (প্রধান উপদেষ্টা) বলেছেনএমন নয় যে উনি একটি জায়গায় স্থির আছেন। রাজনৈতিক দলগুলো কী চায় তার উপর নির্ভর করবে। নির্বাচনের বিষয়ে প্রেস সচিব সরকারের অবস্থানের বিষয়টি যখন তুলে ধরেন তার কাছাকাছি সময়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘ডিসেম্বরের মধ্যেই’ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্র্বতী সরকার কাজ করছে বলে তাদের ‘আশ্বস্ত’ করেছেন প্রধান উপদেষ্টা।
প্রায় দেড় ঘণ্টার ওই বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে তিনি সাংবাদিকদের বলেন, আমরা আশা করছি এবং জনগণের যেটা প্রত্যাশা আছে যে, অতি দ্রুত নির্বাচন এবং একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি (প্রধান উপদেষ্টা), যার মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে বৈঠক করে।
এ বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। প্রধান উপদেষ্টা তাদের বলেছেন জাতীয় ঐকমত্য গঠন কমিশনের কাজটাই হবে এ বিষয়ে তাড়াতাড়ি কাজ করা। নির্বাচন চলতি ডিসেম্বর বা ২০২৬ সালের জুনের মধ্যে হওয়ার ঘোষণা আগেই দেওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেছেন।
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘স্থানীয় নির্বাচন নিয়ে তেমন কথা হয়নি। জাতীয় নির্বাচন ওনারা দ্রুত চাচ্ছেন, এই ডিসেম্বরেই চাচ্ছেন। আমাদের তরফ থেকে চিন্তাভাবনা হচ্ছে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদ দেখবেন, সিদ্ধান্ত হলে জানবেন।’
বিএনপির পক্ষে থেকে বলা হচ্ছে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আপনারা জানবেন।