হাটহাজারীতে পাঁচ ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ১০-০২-২০২৫ ১০:২২:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৫ ১০:২২:১২ অপরাহ্ন
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ইটভাটাকে ছয় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার দুপুরের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের পশ্চিমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঘটনারদিন বেলা এগারটা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে উল্লেখিত এলাকার কয়েকটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট ভাটায় জ্বালানী কাঠের ব্যবহার, পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স হালনাগাদ না থাকার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় মেসার্স কাদেরিয়া ব্রিকস (৫৫৫)-কে দুই লাখ, মেসার্স কর্ণফুলি ব্রিকস(ঘইগ) কে দুই লাখ, মেসার্স গোল্ডেন ব্রিকস(এইঐ) কে পঞ্চাশ হাজার, মেসার্স সাঈদ আহম্মদ ব্রিকস (ঝঅই) কে এক লাখ এবং মেসার্স ন্যাশনাল ব্রিকস(ঝ্ই) কে পঞ্চাশ হাজার টাকাসহ সর্বমোট ছয় লাখ টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়।
এ সময় চট্টগ্রাম জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম, সিনিয়র ক্যামিস্ট জান্নাতুল ফেরদৌস, হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম, আনসার সদস্যসহ উপজেলার ৩নং মির্জাপুর ইউপির সরকারহাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা সাথে থেকে সার্ভিক সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net