
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ-সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চয়ন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত সোয়া ১২টার দিকে গাজীপুরের শ্রীপুরের টেপির বাড়ি এলাকায় এক যুবলীগ নেতার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবদিন মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি গ্রামের যুবলীগ নেতা খাইরুল ইসলাম মিলনের বাড়ি থেকে সাবেক সংসদ-সদস্য চয়নকে তার দ্বিতীয় স্ত্রীসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়।
আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ-সদস্য চয়ন ইসলামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়।
২০২৪ সালের ১৪ নভেম্বর চয়ন ইসলাম, তার বোন মেরিনা জাহান কবিতাসহ পাঁচজনের নামে চাঁদাবাজির মামলা হয়। শাহজাদপুর উপজেলা আমলি আদালতে শাহাদৎ হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, মামলার বাদী শাহাদৎ ২০২২ সালের ২৫ জুন শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা এলাকায় ৯০ লাখ সেফটি বালু এক কোটি ৮০ হাজার টাকায় কিনে বিক্রি করছিলেন। ২৬ জুন আসামিরা বালু বিক্রিতে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে ধরে নিয়ে মারধর এবং হত্যার হুমকি দেয়। পরে আসামিরা ওই বালু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিক্রি করে। এতে বাদীর দুই কোটি ২৩ লাখ টাকার ক্ষতি হয়।