বোতল দিয়ে ঘর তৈরি করে বাবার স্বপ্নপূরণ

আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৯:৫৪:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৯:৫৪:০৬ অপরাহ্ন
এ কে আজাদ, চাঁদপুর
বাবার স্বপ্ন ছিল দোতলা একটি ইটের বাড়ি করার, কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় তা করতে পারেননি দেলোয়ার। তবে, মানুষের ব্যবহার করা পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে ঘর তৈরি করছেন দেলোয়ার।  চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের মিরপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে দেলোয়ার।  স্থানীয়রা তার এই কর্ম কাণ্ড দেখে প্রথমদিকে হাস্যরস করলেও এখন প্রতিদিনই তার তৈরি বোতলের ঘর দেখতে ছুটে আসছেন মানুষ। স্থানীয়রা জানায়, অটোরিকশা চালিয়ে সংসার চালান দেলোয়ার। পাশাপাশি শুরু করেছেন ভাঙারি ব্যবসা। ইউটিউবের মাধ্যমে জানতে পারেন বোতল দিয়ে ঘর বানানো যায়। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ৪০ হাজার বোতল সংগ্রহ করে ঘর নির্মাণ শুরু করেন।
বর্তমানে ঘরটি দৃশ্যমান হওয়ার পথে। মাটি বালি আর সিমেন্ট মিশিয়ে দুই কক্ষ, একটি রান্নাঘর ও বারান্দা নিয়ে কাজ শুরু করেন দেলোয়ার। তিনি বলছেন, ঘরটি নির্মাণে খরচ হবে দুই থেকে আড়াই লাখ টাকা। দেলোয়ার জানান, আমার বাবার স্বপ্ন ছিল একটি দোতলা বাড়ি করার। গরিব হওয়ার কারণে সেটি সম্ভব হয়নি। আমি আমার বাবার সেই স্বপ্ন পূরণে একতলা একটি বাড়ি করছি। কিছুদিনের মধ্যে আমার বাড়ির কাজ শেষ হবে।
তিনি আরো বলেন, প্রথমে লোকজন বিষয়টি হাস্যরস করলেও এখন আমার বাড়ি দেখার জন্য দূরদূরান্ত  থেকেও মানুষ আসছে। সুযোগ এবং সহযোগিতা পেলে এর চেয়ে আরও চমৎকার করে আমি বাড়ি বানাতে পারবো। স্থানীয় বাবুল পাটওয়ারী বলেন, দেলোয়ারের বোতলের তৈরি ঘর দেখে আমরা অবাক হয়েছি। চমৎকার করে ঘরটি বানিয়েছে সে। কাজ শেষ হলে আরও সুন্দর লাগবে। দেলোয়ারের মা বলেন, ছেলের বাবার স্বপ্ন ছিল একটি দোতালা বাড়ি নির্মাণ করবে। কিন্তু অর্থাভাবে  সেটা সম্ভব হয়ে ওঠেনি। তার বাবার সেই স্বপ্ন পূরণে আমার ছেলে বোতল দিয়ে বাড়ি তৈরি করছে। এখানেও অনেক টাকা খরচ হচ্ছে। সবার সহযোগিতা পেলে আমার ছেলের স্বপ্ন তাড়াতাড়ি পূরণ হবে। পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান দৈনিক জনতাকে বলেন, পরিবেশবান্ধব বাড়ি তৈরি করছে; বিষয়টি শুনে আমার ভালো লাগছে। পরিকল্পনার মাধ্যমে করলে বাড়িটি দীর্ঘস্থায়ী হবে এবং অন্যান্যরা উৎসাহিত হবে বলে আশা করছি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net