আজ বিপিএল ফাইনাল

আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৭:৩৫:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৭:৩৫:১৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
প্রায় দেড় মাসব্যাপী বিপিএলের শেষের অপেক্ষা। ৪৬ ম্যাচের টুর্নামেন্টে বাকি আছে আর একটি ম্যাচ। ৭ দলের প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে টিকে আছে দুই দল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয় আসরের মতো ফাইনালে উঠেছিল ফরচুন বরিশাল। এদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে নিশ্চিত করেছে চট্টগ্রাম। আজ শুক্রবার একাদশ বিপিএলের ফাইনাল মাঠে গড়াবে। শিরোপা নির্ধারণী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাশের মুখোমুখি হবে চিটাগাং। বিপিএলের গ্রুপ পর্ব এবং কোয়ালিফায়ার ও এলিমিনেটরে দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে গড়িয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারও হয়েছে সন্ধ্যা সাড়ে ছ’টায়। তবে বিপিএলের ফাইনাল ম্যাচ রাখা হয়েছে সন্ধ্যা সাতটায়। আর ফাইনালের ভেন্যুও থাকছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম।
কোথায় দেখা যাবে
টেলিভিশনে বিপিএল ফাইনাল দেখা যাবে টি-স্পোর্টসে। এ ছাড়া অনলাইনেও টি স্পোর্টস অ্যাপসে উপভোগ করা যাবে ম্যাচ। এ ছাড়া সরাসরি মাঠে বসে খেলা দেখতে ওয়েবসাইট ও মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখা থেকে টিকিট সংগ্রহের সুযোগ থাকছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net