হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান

আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১০:০২:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১০:০২:৫৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক
গত ১৬ জানুয়ারি মুম্বাইয়ে নিজের বাড়িতে হামলার শিকার হয়ে হাসপাতাল ভর্তি হওয়া বলিউড অভিনেতা সাইফ আলী খান প্রথমবার জনসমক্ষে আসেন। হামলার পর ২১ জানুয়ারি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও, সাইফ এটাই প্রথম যে কোনো অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানে সাইফ তার নতুন সিনেমা ‘দ্য জুয়েল থিফ’-এর কথা শেয়ার করেন, যেখানে তার সহ-অভিনেতা হিসেবে আছেন জয়দীপ আহলাওয়াত। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘পাঠান’ এবং ‘ওয়ার’ ছবির জন্য পরিচিত। মঞ্চে উঠে সাইফ বলেন, “এখানে দাঁড়িয়ে থাকতে পেরে খুবই ভালো লাগছে। এই সিনেমার জন্য আমি খুবই উত্তেজিত। সিদ্ধার্থ ও আমি দীর্ঘদিন ধরে এই সিনেমার বিষয়ে আলোচনা করেছি এবং এটা আমার জন্য একটি স্বপ্নপূরণ। আমি সব সময় এমন সিনেমায় কাজ করতে চেয়েছি, যেখানে চুরি বা সাসপেন্সের মতো থিম থাকবে।”এদিকে, হামলার পর সাইফ আলী খান তার নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন এবং মুম্বাই পুলিশকে তদন্তে সহায়তা দিচ্ছেন। জানা গেছে, হামলার ঘটনায় শরিফুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। এই অনুষ্ঠানে ‘দ্য জুয়েল থিফ’ সিনেমার ট্রেলারও প্রকাশ করা হয়, তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সাইফ আলী খান, জয়দীপ আহলাওয়াতসহ সবাই সিনেমাটির জন্য অত্যন্ত উত্তেজিত এবং এটির মুক্তি নিয়ে আশাবাদী।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net