![](https://dainikjanata.net/public/postimages/67a23a212905c.jpg)
বিনোদন ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি, যিনি তার অভিনয়গুণে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন, হঠাৎ করেই কয়েক বছর আগে চলচ্চিত্র জগত থেকে আড়ালে চলে যান। তবে সম্প্রতি বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, পপির এই আড়াল হওয়া ছিল শুধুমাত্র ব্যক্তিগত জীবনের জন্য, যার মধ্যে রয়েছে গোপন বিয়ে, সংসার ও সন্তান আগমন। ২০২১ সালের অক্টোবর মাসে পপি গোপনে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন, এবং তার নাম রাখা হয় আয়াত। এর পর থেকেই তিনি পুরোদমে সংসারী হয়ে যান এবং ইন্ডাস্ট্রির সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। বর্তমানে পপি ধানমন্ডিতে স্বামী আদনান উদ্দিন কামাল এবং চার বছরের ছেলে আয়াতকে নিয়ে বসবাস করছেন। তবে সম্প্রতি পপির পারিবারিক জীবন নিয়ে নতুন খবর সামনে এসেছে। তার ছোট বোন ফিরোজা পারভীন গত সোমবার খুলনার সোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগে বলা হয়, পপি ও তার স্বামী আদনান উদ্দিন কামাল পারিবারিক জমি দখলে নিতে চেয়েছেন এবং বাধা দিলে পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, পপি বর্তমানে খুলনায় স্বামীর সঙ্গে অবস্থান করছেন। পপির স্বামী আদনান উদ্দিন কামাল, যিনি একটি গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং জাহাজ ব্যবসায়ী, এক সময় বিয়ের খবর মিথ্যা বলে দাবি করেছিলেন। কিন্তু এখন সেই কামালের পাশেই দেখা মিলেছে পপির, তার ছেলে আয়াতসহ। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে পপিকে স্বামী ও সন্তানের সঙ্গে দেখা গেছে, যেখানে তারা সন্তানের জন্মদিন পালন করছেন। এদিকে, পপির মা ও বোনের অভিযোগ রয়েছে যে, বিয়ের পর পপি তার পরিবারের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলেছেন এবং তার স্বামীর চাপের কারণে তারা পারিবারিক সম্পত্তি দখল করতে বাধ্য হচ্ছেন। এমনকি, তাদের বিরুদ্ধে অমানবিক অত্যাচার চালানোর কথাও অভিযোগে উত্থাপিত হয়েছে। একজন সফল অভিনেত্রী এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা যে ধরনের পারিবারিক দ্বন্দ্বের মধ্যে জড়িয়েছেন, তা চলচ্চিত্র জগতের পাশাপাশি তার ভক্তদের কাছে চমক হিসেবে এসেছে। পপির বিরুদ্ধে চলমান অভিযোগগুলি এবং পারিবারিক সমস্যাগুলোর সমাধান এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি, যিনি তার অভিনয়গুণে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন, হঠাৎ করেই কয়েক বছর আগে চলচ্চিত্র জগত থেকে আড়ালে চলে যান। তবে সম্প্রতি বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, পপির এই আড়াল হওয়া ছিল শুধুমাত্র ব্যক্তিগত জীবনের জন্য, যার মধ্যে রয়েছে গোপন বিয়ে, সংসার ও সন্তান আগমন। ২০২১ সালের অক্টোবর মাসে পপি গোপনে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন, এবং তার নাম রাখা হয় আয়াত। এর পর থেকেই তিনি পুরোদমে সংসারী হয়ে যান এবং ইন্ডাস্ট্রির সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। বর্তমানে পপি ধানমন্ডিতে স্বামী আদনান উদ্দিন কামাল এবং চার বছরের ছেলে আয়াতকে নিয়ে বসবাস করছেন। তবে সম্প্রতি পপির পারিবারিক জীবন নিয়ে নতুন খবর সামনে এসেছে। তার ছোট বোন ফিরোজা পারভীন গত সোমবার খুলনার সোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগে বলা হয়, পপি ও তার স্বামী আদনান উদ্দিন কামাল পারিবারিক জমি দখলে নিতে চেয়েছেন এবং বাধা দিলে পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, পপি বর্তমানে খুলনায় স্বামীর সঙ্গে অবস্থান করছেন। পপির স্বামী আদনান উদ্দিন কামাল, যিনি একটি গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং জাহাজ ব্যবসায়ী, এক সময় বিয়ের খবর মিথ্যা বলে দাবি করেছিলেন। কিন্তু এখন সেই কামালের পাশেই দেখা মিলেছে পপির, তার ছেলে আয়াতসহ। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে পপিকে স্বামী ও সন্তানের সঙ্গে দেখা গেছে, যেখানে তারা সন্তানের জন্মদিন পালন করছেন। এদিকে, পপির মা ও বোনের অভিযোগ রয়েছে যে, বিয়ের পর পপি তার পরিবারের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলেছেন এবং তার স্বামীর চাপের কারণে তারা পারিবারিক সম্পত্তি দখল করতে বাধ্য হচ্ছেন। এমনকি, তাদের বিরুদ্ধে অমানবিক অত্যাচার চালানোর কথাও অভিযোগে উত্থাপিত হয়েছে। একজন সফল অভিনেত্রী এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা যে ধরনের পারিবারিক দ্বন্দ্বের মধ্যে জড়িয়েছেন, তা চলচ্চিত্র জগতের পাশাপাশি তার ভক্তদের কাছে চমক হিসেবে এসেছে। পপির বিরুদ্ধে চলমান অভিযোগগুলি এবং পারিবারিক সমস্যাগুলোর সমাধান এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।