যশোরে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ১১:৩০:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ১১:৩০:২৬ পূর্বাহ্ন

যশোর প্রতিনিধি
যশোরে নূর হোসেন (২৫) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত শনিবার রাত ১০টার দিকে শহরের শংকরপুর আকবরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূর হোসেন ওই এলাকার নজরুল মোল্লার ছেলে ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র। স্থানীয়রা জানান, এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত ঘটেছে। নিহতের স্বজনেরা জানান, শুক্রবার শংকরপুরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়রা এ ঘটনার মীমাংসার চেষ্টা করে কিন্তু রেশ থেকে যায়। পরে গত শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েকজন যুবক এসে নূরুকে ছুরিকাঘাত করে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশপাশের লোকজন এসে নূরুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথে নূরের মৃত্যু হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ কাজ শুরু করেছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net