মার্কিনিদের দুর্ভোগ পোহাতে হতে পারে - ট্রাম্প

আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৬:৪৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৬:৫০:১৬ অপরাহ্ন
কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে আর এতে মার্কিনিদের দুর্ভোগ পোহাতে হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের নতুন সিদ্ধান্তে মেক্সিকান ও কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্য আমদানির ওপর আরোপ করা হবে ১০ শতাংশ শুল্ক। যুক্তরাষ্ট্রের বাজারে চলতি মাস থেকেই এটা কার্যকর হবে। এমন সিদ্ধান্তের প্রভাব যে মার্কিন অর্থনীতিতে পড়বে সেটাও জানেন নতুন প্রেসিডেন্ট। আর তাইতো আগে থেকেই জনগণকে সতর্ক করলেন তিনি। খবর রয়টার্সের।
গত রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেছেন, চীন, মেক্সিকো এবং কানাডার মতো অন্যান্য দেশগুলো দশক ধরে ‘যুক্তরাষ্ট্রকে লুটপাট’ করছে। যুক্তরাষ্ট্রের আগের অবস্থান ফিরিয়ে আনতেই নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। নাগরিকদের সামান্য দুভোর্গ পোহাতে হতে পারে সতর্ক করে ট্রাম্প বলেন, আমাদের হয়তো কিছু সময়ের জন্য কষ্ট হতে পারে, এবং মানুষ তা বোঝে। আবার নাও হতে পারে। ট্রাম্পের শুল্কারোপের পর পাল্টা যুক্তরাষ্ট্রের পণ্যে ২৫ শতাংশ করারোপের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন পণ্য না কিনে নিজেদের উৎপাদিত পণ্য কিনতে নাগরিকদের প্রতি অনুরোধ জানান তিনি। কঠিন পরিস্থিতি মোকাবিলায় জনগণকে একবদ্ধ হওয়ার আহ্বানও জানান ট্রুডো। মেক্সিকোও যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের ওপর করারোপের ঘোষণা দিয়েছে। ট্রাম্প ঘোষিত নতুন শুল্কের তীব্র বিরোধিতা করে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছে চীনও। এই ইস্যুতে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলার কথাও জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net