গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
রাতের আঁধারে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটকের পর গণধোলাইয়ের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গরু চোর শেখ সোহেল ওরফে সুহেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী জহুরা খাতুন বাদি হয়ে অজ্ঞাতনামা ৩ থেকে ৪শ’ গ্রামবাসীকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর গ্রামের। মামলার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে গ্রামবাসি আত্মগোপনে রয়েছে। গতকাল শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা সোহেল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলদিয়া গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। ওসি আরও জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে মৃত সোহেলের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্রমতে, সংঘবদ্ধ একদল গরু চোর গত ২৫ জানুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পশ্চিম খাঞ্জাপুর গ্রামের জসিম চৌকিদারের গোয়াল ঘরের তালা ভেঙ্গে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। এসময় গরুর মালিক চুরির বিষয়টি টের পেয়ে ডাকচিৎকার শুরু করলে এলাকাবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া করে।
একপর্যায়ে ওই গ্রামের ইউনুস আকনের পান বরজের পাশ থেকে চোর সোহেলকে একটি চোরাই গরুসহ আটক করে গণধোলাই দেয়। গুরুত্বর অবস্থায় থানা পুলিশ সোহেলকে উদ্ধার করে ২৬ জানুয়ারি ভোরে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জানুয়ারি দিবাগত রাতে সোহেল মৃত্যুবরণ করেন।