
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জমি বিক্রির বায়নার টাকা নিয়ে সেই বায়নার টাকা না দিয়ে জমি অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের।
গতকাল শনিবার দুপুরে ওই গ্রামের রবিন্দ্রনাথ পালের ছেলে অসীম পাল অভিযোগ করে বলেন, আমার চাচা বিনয় ভূষন পাল অসুস্থ হয়ে পরলে খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক অখিল দাসের মাধ্যমে চাচাতো ভাই সুব্রত ও জয় পাল তাদের অংশের ১২০ শতক জমি বিক্রির জন্য আমাদের কাছে প্রস্তাব দেয়। আমরা জমি ক্রয়ের জন্য চাচাতো ভাইদের ১৫ লাখ টাকা দিয়ে মৌখিক ভাবে জমির বায়না করি এবং মধ্যস্থতা করে দেওয়ার জন্য অখিল আমাদের কাছ থেকে ৩ লাখ টাকা নেয়। কিন্তু আমাদের কাছ থেকে বায়নার টাকা নিয়েও সেই জমি গত সোমবার অন্যত্র বিক্রি করে দেয় চাচাতো ভাইরা। যার মধ্যস্থতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক অখিল দাস। অভিযোগ করে তিনি আরও বলেন, আমার চাচাতো ভাইয়েরা রাজশাহীতে থাকে। অখিল তাদেরকে রাজশাহী থেকে এনে নিজবাড়িতে আশ্রয় দিয়ে অন্যত্র জমি বিক্রি করিয়েছে। এমন অবিচারে ক্ষুব্ধ এলাকাবাসী আওয়ামী লীগ নেতা অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে ঘটনার সাথে নিজের কোন সংশ্লিষ্টতা নেই দাবী করে অখিল দাস বলেন, রাজনৈতিক কারনে তাকে ফাঁসানো হচ্ছে। এবিষয়ে জমি বিক্রিকারী সুব্রত দাসের ০১৭০১০০৯৩৫৫ নাম্বারে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি। এব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অভিযোগে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।