ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী পৌর শহরের চরগনেশ গ্রামের বাড়িতে ছেলেমেয়েদের বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা বাড়িঘরে হামলা ও ভাঙচুরের করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের ৯নং ওয়ার্ডের ভাঙা বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই বাড়ির নাসিরের সাথে একই বাড়ির দুলালের ছেলেমেয়েদের ঝগড়া বিবাদ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুলালের ছেলে স্বপন ও বাদশা ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে নাসির ও তার ভাই জাকির হোসেন সেন্টুর বসত ঘরে ওইদিন সন্ত্রাসী কায়দায় হামলা ও কুপিয়ে ঘরে ভেড়া, দরজা জানালা ভাঙচুর চালায়। এসময় জাকির হোসেন সেন্টুু বাড়িতে না থাকলেও তার স্ত্রী ও শিশু পুত্র ঘরের ভেতরে ছিলেন। সন্ত্রাসীরা তাদের অকাথ্য ভাষায় গালিগালাজ করে ঘরের টিন দামা দিয়ে কুপিয়ে আতংক সৃষ্টি করে। পরে বাড়ির প্রতিবেশীরা এগিয়ে এলে তারা ফালিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘরের মালিক জাকির হোসেন সেন্টু বলেন, আমার পরিবারের সাথে তাদের কোনো বিরোধ নেই। বিরোধ আমার ভাইয়ের ছেলেমেয়েদের সাথে। অথচ তারা বিনা কারণে আমার অনুপস্থিতিতে আমার বসতঘরে ভাঙচুর চালায়। আমি এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজিদ আকন্দ জানান, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করার সুযোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ফেনীর সোনাগাজী পৌর শহরের চরগনেশ গ্রামের বাড়িতে ছেলেমেয়েদের বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা বাড়িঘরে হামলা ও ভাঙচুরের করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের ৯নং ওয়ার্ডের ভাঙা বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই বাড়ির নাসিরের সাথে একই বাড়ির দুলালের ছেলেমেয়েদের ঝগড়া বিবাদ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুলালের ছেলে স্বপন ও বাদশা ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে নাসির ও তার ভাই জাকির হোসেন সেন্টুর বসত ঘরে ওইদিন সন্ত্রাসী কায়দায় হামলা ও কুপিয়ে ঘরে ভেড়া, দরজা জানালা ভাঙচুর চালায়। এসময় জাকির হোসেন সেন্টুু বাড়িতে না থাকলেও তার স্ত্রী ও শিশু পুত্র ঘরের ভেতরে ছিলেন। সন্ত্রাসীরা তাদের অকাথ্য ভাষায় গালিগালাজ করে ঘরের টিন দামা দিয়ে কুপিয়ে আতংক সৃষ্টি করে। পরে বাড়ির প্রতিবেশীরা এগিয়ে এলে তারা ফালিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘরের মালিক জাকির হোসেন সেন্টু বলেন, আমার পরিবারের সাথে তাদের কোনো বিরোধ নেই। বিরোধ আমার ভাইয়ের ছেলেমেয়েদের সাথে। অথচ তারা বিনা কারণে আমার অনুপস্থিতিতে আমার বসতঘরে ভাঙচুর চালায়। আমি এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজিদ আকন্দ জানান, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করার সুযোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।