অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না ঋতাভরীর!

আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০৯:৫৪:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০৯:৫৪:০৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক
টলিউডের স্বনামধন্য অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। একাধারে গ্ল্যামার এবং অভিনয়ের জন্য প্রশংসিত তিনি। ছোটবেলা থেকেই অভিনয় জগতে পা রাখলেও, একেবারে ভিন্ন পেশার প্রতি ছিল আগ্রহ তার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ঋতাভরী নিজেই জানিয়েছেন এমন চমকপ্রদ এক তথ্য। ছোটবেলায় অভিনেত্রী হওয়ার কোনও ইচ্ছা ছিল না তার। এ কথা নিজ মুখেই সবাইকে জানিয়েছেন অভিনেত্রী। তাহলে প্রশ্ন হলো, কী হতে চেয়েছিলেন তিনি? ঋতাভরী জানালেন, তার স্বপ্ন ছিল বাস কন্ডাক্টর অথবা টিকিট বিক্রেতা হওয়ার। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘জীবনের সেরা সময় কাটানোর সময়ই মনে পড়ে, তুমি একজন বাস কন্ডাক্টর হতে চেয়েছিলে।’ এছাড়াও ঋতাভরী তার পোস্টে আরও জানান, আমার সব সংগ্রহ করা টিকিট কোথায় গেল? আর কে বাস কন্ডাক্টর হতে চেয়েছিল জীবনে? অথচ আজ তারা অন্য কিছু করছেন! এই পোস্টের মাধ্যমে ঋতাভরী তার শৈশবের স্মৃতি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। যেমনটা জেনে ভক্তরাও বেশ মজাই পেয়েছেন বলা যায়। ঋতাভরী বর্তমানে টলিউডের বেশ পরিচিত মুখ। সম্প্রতি তার অভিনীত ‘বহুরূপী’ সিনেমাটি পুজার সময় মুক্তি পেয়েছে। ভবিষ্যতে আরও বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও বলিউড অভিনেতা সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে তার সম্পর্কে, যা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত বিষয়।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net