দলীয় প্রভাব খাটিরে মামলা তুলে নেয়ার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ নৌ-পুলিশের জোন-১ এর অতিরিক্ত পুলিশ সুপার নিউটন দাসের বিরুদ্ধে। গতকাল সোমবার সকাল ১০টার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ৬নং কাগাপাশা ইউনিয়নের মৃত : জুুগেশ চন্দ্র দামের ছেলে জগদীশ চন্দ্র দাস।
লিখিত অভিযোগে তিনি জানান, নিউটন দাসের পরিবারের সাথে ২০০৪ সালে পারিবারিক বিরোধ হয়। এই সময়ে দুই পক্ষের পরিবারের লোকজন আহত হন। এ ঘটনায় আদালতে একটি জিআর মামলা হয়। মামলা নং-২৬৫/০৪, দীর্ঘ দিন মামলাটি চলার পর ২০১২ সালে তা খরিজ হয়ে যায়। কিন্তু এতে জগদীশ দাসের সন্দেহ হয় যে মামলাটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলাটি শেষ করা হয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার নিউটন দাস জানান, এই পরিবারের সদস্যদের সাথে ২০০৪ সালে করা হয়। সেই সময়ে জগদীশ তার পরিবারের বিরুদ্ধে মামলা করে। দীর্ঘ তদন্তের পর মামলাটি আদালত কর্তৃক খারিজ হয়ে যায়। এতে কোন রাজনৈতিক প্রভাব নেই। জগদীশ প্রতি হিংসা মূলক আমাদের পরিবারকে হেয় করার জন্য একাধিকবার সংবাদ সম্মেলন করেছেন । এছাড়া আইজিপি বরাবর ও অভিযোগ দিয়েছে। যার কোন সত্যতা পাওয়া যায় নাই।