নরসিংদীতে আ’লীগের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ৩

আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১২:৪১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৫ ১২:৪১:৩১ অপরাহ্ন
* গুলিবিদ্ধসহ আরো অন্ততঃ ১৫ জন আহত হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা আশরাফুল ইসলামের মধ্যে বন্দুক ও টেঁটাযুদ্ধ হয় ইউএনও রায়পুরা নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধসহ আরো অন্ততঃ ১৫ জন আহত হয়েছে। গতকাল রোববার সকাল পৌনে আটটা থেকে বাঁশগাড়ি ইউনিয়নে পূর্বঘোষিত যুদ্ধের ডাক দিয়ে যুদ্ধে নেমে পড়ে আওয়ামী লীগের দু’টি গ্রুপ। এতে টেঁটা ও বন্দুক যুদ্ধে তিনজন নিহত হয়। নিহতরা হলো, আলী আহমদ (২৩), আলমগীর হোসেন আলম (১৯) ও অজ্ঞাত (২৫)। এ ব্যাপারে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের মধ্যে বন্দুক ও টেঁটাযুদ্ধ হয়। এতে জাকির হাসান রাতুলের সমর্থক দুইজন ও আশরাফুল ইসলামের সমর্থক একজন নিহত হয়। তিনি আরো বলেন, দু’পক্ষ বাঁশগাড়িতে ঝগড়া ছড়িয়ে শেষে এখন আবার মির্জাচর দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি। বিস্তারিত পরে বলা যাবে। এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয়েছে বলে শুনেছি। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি, পরে বিস্তারিত জানাতে পারব। এই রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে কোথাও কোথাও সংঘর্ষ হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net