অনুশীলনে ফিরলেন সাকিব

আপলোড সময় : ১২-০৫-২০২৪ ১০:১৮:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৪ ১০:১৮:২৭ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
পুরস্কার বিতরণ শেষে ট্রফি নিয়ে তখন দলীয় ছবি তোলার পালা। হাসি মুখে ছবির জন্য পোজ দিলেন ক্রিকেটাররা। সেখানে একটু ব্যতিক্রম দেখা গেল সাকিব আল হাসানকে। অন্যান্যের গায়ে অনুশীলন পোশাক থাকলেও ফটোসেশনে এলেন মূল জার্সি গায়ে, তার পায়ে ব্যাটিং প্যাড। ম্যাচ শেষ হতেই আবার কেন ব্যাটিংয়ের সাজে তিনি, বোঝা গেল কিছুক্ষণ পর। সতীর্থরা ড্রেসিং রুমে ফেরার পর ব্যাট, হেলমেট নিয়ে সেন্টার উইকেটে নেমে গেলেন সাকিব। ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও বিসিবির এক টিমবয়কে সঙ্গে নিয়ে দুই দফায় তিনি প্রায় ঘণ্টাখানেক করলেন অনুশীলন। বিভিন্ন স্টান্স ও হেড পজিশনে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করলেন নিজের ব্যাটিং। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বল হাতে বরাবরের মতোই সপ্রতিভ ছিলেন সাকিব। দুই ম্যাচ মিলিয়ে ওভারপ্রতি ৬ রানের কম খরচায় তার শিকার ৫ উইকেট। কিন্তু ব্যাটিংয়ে তিনি পারেননি সেরা ছন্দে ফিরতে। দুই ম্যাচেই তার ব্যাটিংয়ে ছিল অস্বস্তির ছাপ। গত শুক্রবার চতুর্থ টি-টোয়েন্টিতে ব্রায়ান বেনেটের সোজা যাওয়া ডেলিভারি ভুল লাইনে খেলে ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হন সাকিব। শেষ ম্যাচে রোববার বাঁহাতি স্পিনার শন উইলিয়ামসের বলে একটি ছক্কা মারলেও বাকি সময় ক্রিজে তেমন সাবলীল ছিলেন না সাকিব। শেষ পর্যন্ত ফ্লিক করার চেষ্টায় ব্যাটের সামনের কানায় লেগে ক্যাচ আউট হন তিনি। দুই ম্যাচ মিলিয়ে করেন ২০ বলে ২২ রান। গত বছর থেকে বয়ে চলা চোখের সমস্যার প্রভাব এই সিরিজেও ফুটে উঠেছে। দুটি ম্যাচেই তার ব্যাটিং স্টান্স ও হেড পজিশন ছিল নড়বড়ে। অনুশীলনের প্রয়োজনীয়তা হয়তো অনুভব করেছেন সাকিব নিজেই। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা শেষ হতেই ব্যাটিং অনুশীলনে নেমে যান তিনি। প্রথম দফায় প্রায় ৪০ মিনিট থ্রো ডাউনে ব্যাটিং করেন। নেট সেশন শুরুর আগে শান্তর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাকে। কয়েকটি ভিন্ন স্টান্সে ব্যাটিং করতেও দেখা যায় তাকে। প্রথম দফায় লম্বা সময় ব্যাট করে ১৫ মিনিট বিরতির নিয়ে দ্বিতীয় দফায় ১৫ মিনিটের বেশি অনুশীলন করেন তিনি। এবার কখনও সামনের পায়ে বেশি ভর দিয়ে চেষ্টা করেন শট খেলার। কখনও পেছনের পা একই জায়গায় আটকে রেখে খেলেন অফ সাইডের বল। তবে হেড পজিশন নিয়ে তাকে খুব স্বস্তিতে দেখা যায়নি। চোখের সমস্যার পর থেকেই এই বদলটা দেখা যাচ্ছে। এই সমস্যা গত বছরের বিশ্বকাপ থেকেই বলে চলেছেন সাকিব। পরে চলতি বছরের শুরুতে বিপিএলে নতুন স্টান্সে ব্যাটিং শুরু করেন তিনি।
যেখানে বারবার ঝুলে যায় তার মাথা। বল ঠিকঠাক দেখার জন্য মাথার অবস্থানও দেখা যায় ভারসাম্যহীন অবস্থায়।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net