অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা আসামি বেনাপোলে আটক

আপলোড সময় : ১১-০৫-২০২৪ ১১:০৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৪ ১১:০৮:১১ অপরাহ্ন
বেনাপোল (যশোর) প্রতিনিধি
চাঁদপুরের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলার আসামি ইব্রাহিম প্রধানিয়াকে (৩৮) যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে আটক করেছে র‌্যাব। গত শুক্রবার মধ্যরাতে বেনাপোল ডিগ্রি কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম প্রধানিয়া চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার বকচর এলাকার আবদুল মোতালেব প্রাধানিয়ার ছেলে। গত শুক্রবার সকালে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেসব্রিফিংয়ে তিনি জানান, ইব্রাহিম চার বছর আগে একই এলাকার খোকন মিয়ার মেয়ে খাদিজাকে বিয়ে করে। তাদের দুটি সন্তান রয়েছে। গত এক বছর ধরে ইব্রাহিম যৌতুক হিসেবে ফার্নিচার দাবি করে। খাদিজার দরিদ্র পিতা যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় বিভিন্ন অজুহাতে খাদিজার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এরই ধারাবহিকতায় গত ১০ এপ্রিল রাতে খাদিজাকে তার স্বামী ও শাশুড়ি মিলে নির্যাতন করে এবং একপর্যায়ে বাড়িতে থাকা ডিজেল শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় খাদিজার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিভায় এবং হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ১২ এপ্রিল খাদিজা মারা যায়। এ ঘটনায় মামলা হলে খাদিজার শাশুড়িকে আটক করা হয়। এরপর থেকে   আত্মেগোপনে চলে যায় ইব্রাহিম। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা গত শুক্রবার রাত দেড়টার দিকে বেনাপোল ডিগ্রি কলেজ এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিমকে আটক করে র‌্যাব। তিনি আরো জানান, আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় সত্যতা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net