বিনোদন ডেস্ক
‘চালচিত্র’ সিনেমা দিয়ে গেল বছরের শেষান্তে কলকাতায় অভিষেক ঘটেছে জিয়াউল ফারুক অপূর্বের। গেল মাসের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল প্রতিম ডি গুপ্ত পরিচালিত এ সিনেমা। সিনেমাটি মুক্তির পর সিনেমাটি ভালো সাড়াও ফেলে। এরপর দর্শকেরা অপেক্ষা করছিলেন এটি কবে ওটিটিতে মুক্তি পাবে!। যদিও সেসময় এ খবর না জানালেও মুক্তির সাত দিন পর পরিচালক জানিয়েছিলেন সিনেমাটির সিক্যুেয়লের খবর। এরমধ্যে নতুন খবর হলো, অবশেষে ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। হইচই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন আগামী ৭ ফেব্রুয়ারি তাদের প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ‘চালচিত্র’। ‘চালচিত্র’ সিনেমার গল্পের প্রেক্ষাপট ১২ বছর আগের একটি মামলা। সেখান থেকেই শুরু হবে এর পরের পর্বের গল্প। এ ছাড়া সিনেমাটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে তার পরের গল্পও এগিয়ে যাবে। তাই এটিকে শুধু সিক্যুেয়ল বলতে নারাজ নির্মাতা। চালচিত্রের পরের পর্বকে একই সঙ্গে প্রিক্যুেয়ল ও সিক্যুেয়ল বলছেন তিনি। ফ্রেন্ডস কমিউনিকেশন এর ব্যানারে নির্মিত এ সিনেমাটিতে অপূর্ব ছাড়া আরও অভিনয় করেছেন রাইমা সেন, টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসু, শান্তনু মাহেশ্বরী প্রমুখ।
‘চালচিত্র’ সিনেমা দিয়ে গেল বছরের শেষান্তে কলকাতায় অভিষেক ঘটেছে জিয়াউল ফারুক অপূর্বের। গেল মাসের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল প্রতিম ডি গুপ্ত পরিচালিত এ সিনেমা। সিনেমাটি মুক্তির পর সিনেমাটি ভালো সাড়াও ফেলে। এরপর দর্শকেরা অপেক্ষা করছিলেন এটি কবে ওটিটিতে মুক্তি পাবে!। যদিও সেসময় এ খবর না জানালেও মুক্তির সাত দিন পর পরিচালক জানিয়েছিলেন সিনেমাটির সিক্যুেয়লের খবর। এরমধ্যে নতুন খবর হলো, অবশেষে ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। হইচই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন আগামী ৭ ফেব্রুয়ারি তাদের প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ‘চালচিত্র’। ‘চালচিত্র’ সিনেমার গল্পের প্রেক্ষাপট ১২ বছর আগের একটি মামলা। সেখান থেকেই শুরু হবে এর পরের পর্বের গল্প। এ ছাড়া সিনেমাটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে তার পরের গল্পও এগিয়ে যাবে। তাই এটিকে শুধু সিক্যুেয়ল বলতে নারাজ নির্মাতা। চালচিত্রের পরের পর্বকে একই সঙ্গে প্রিক্যুেয়ল ও সিক্যুেয়ল বলছেন তিনি। ফ্রেন্ডস কমিউনিকেশন এর ব্যানারে নির্মিত এ সিনেমাটিতে অপূর্ব ছাড়া আরও অভিনয় করেছেন রাইমা সেন, টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসু, শান্তনু মাহেশ্বরী প্রমুখ।