মুক্তির পরদিনই মাঠে নামছেন কেজরিওয়াল

আপলোড সময় : ১১-০৫-২০২৪ ১০:৩৯:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৪ ১০:৩৯:২৬ অপরাহ্ন

জনতা ডেস্ক
অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছাড়া পাওয়ার পরপরই কেজরিওয়াল দেশবাসীর উদ্দেশে বলেন, স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচান। ধারণা করা হচ্ছে আজই নির্বাচনি প্রচারণায় মাঠে নামবেন তিনি। খবর এনডিটিভি। নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গঠিত ভারত জোটের অন্যতম প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়াল। চলমান লোকসভা নির্বাচনের প্রচারণার জন্য ১ জুন পর্যন্ত তাকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট। আজ দিল্লির কনট প্লেসের হনুমান মন্দির পরিদর্শন এবং দক্ষিণ দিল্লিতে একটি রোড শো করার কথা রয়েছে কেজরিওয়ালের। পরে দিল্লিতে আম আদমি পার্টি অফিসে একটি সংবাদ সম্মেলন করবেন তিনি। আগামীকাল চতুর্থ দফার নির্বাচনকে সামনে রেখে এএপি চাচ্ছে নির্বাচনি প্রচারণায় দলের প্রধানে যেন অংসগ্রহণ করেন। নয়াদিল্লির ৭টি লোকসভা আসনের সবকটিতেই ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।  আবগারি (মদ) দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net