বাবা হলেন শামীম পাটোয়ারী

আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৭:২১:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৭:২১:৩৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
প্রথমবার বাবা হয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন শামীম। শামীম হোসেন পাটোয়ারী এবং স্ত্রী ইয়োসরা নূরের কোল আলো করে এসেছে একটি পুত্র সন্তান। শামীম তার ফেসবুক পোস্টে স্ত্রী ইয়োসরাকে ট্যাগ করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের একটি মূল্যবান পুত্র সন্তান হয়েছে। আল্লাহ তাকে রাস্তা দেখান, রক্ষা করুন এবং তাকে সৎকর্মশীল হিসেবে তৈরি করুন। দয়া করে তার জন্য দোয়া করবেন যেহেতু সে জীবনের এই যাত্রা শুরু করছে।’ ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শামীম এবং ইয়োসরা। এবার ২০২৫ সালের ১৪ জানুয়ারি প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পতি। ২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী দলের সদস্য শামীম পাটোয়ারী। ঘরোয়া ক্রিকেটে ফিনিশিং রোলে দারুণ পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলেও জায়গা করে নিয়েছিলেন। খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। তার ব্যাটস্পিড, ব্যাট সুইং, পাওয়ারহিটিং অ্যাবিলিটির কারণে টি-টোয়েন্টিতে ফিনিশিং রোলে তার উপর আস্থা রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। শুরুর সময়টায় আস্থার প্রতিদান সেভাবে দিতে না পারায় দল থেকে বাদ পড়েন শামীম। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলে আবারও সুযোগ পান শামীম। সেখানে নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে। ইনিংসের শেষ দিকে তার বিস্ফোরক ব্যাটিং দলকে ভালো পুঁজি এনে দিয়েছে। ব্যাট হাতে দারুণ উজ্জ্বল ছিলেন শামীম। বাংলাদেশও টি-টোয়েন্টি সিরিজটা জিতেছে ৩-০ ব্যবধানে। বর্তমানে বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলছেন শামীম পাটোয়ারী।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net