
ঝালকাঠি থেকে গোপাল সেন গুপ্ত
ঝালকাঠিতে জেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘ যৌথভাবে দরিদ্র প্রবীণদের মাঝে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক আশরাফুর রহমান ও প্রবীণ হিতৈষী সংঘের ঝালকাঠি শাখার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত এই শীত বস্ত্র বিতরণ করেন।
গত শনিবার প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান ঝালকাঠির অস্থায়ী কার্যালয়ে বসে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এন.ডি.সি এছাড়া আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক ইতিমধ্যেই স্থানীয় সুনাগরিকদের দৃষ্টি কেরেছেন ও একজন ভালো মানের জেলা প্রশাসক হিসেবে সকলের প্রসংশা পেয়েছেন।