আবেগঘন চিরকুট লিখে বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা

আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১০:০৬:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১০:০৬:৪০ অপরাহ্ন
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে একটি বাসা থেকে আবু সাইদ সরদার (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় সন্তান-নাতিদের উদ্দেশে আবেগঘন কয়েকটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। গত রোববার সন্ধ্যায় নগরীর ডবলমুরিং থানাধীন ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে ওই বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করা হয়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু সাইদ সরদারের দুই ছেলে এবং এক মেয়ে সন্তান আছে। তিনি ওই বাসায় তার এক ছেলের পরিবারের সঙ্গে থাকতেন। ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ মিয়া জানান, জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে পুলিশ সন্ধ্যা ৬টার দিকে তিনতলা ভবনটির ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ওই কক্ষ থেকে বেশ কয়েকটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের এই কর্মকর্তা জানান, আবু সাইদ সরদার মূলত ক্যান্সার রোগের কারণে খুব কষ্ট পাচ্ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১৩ ডিসেম্বরও তিনি আরেকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সুইসাইড নোটগুলোতে আবু সাইদ সরদার তার পরিবারের সদস্যদের নিকট আবেগঘন কিছু লেখা লিখেছেন। তার মৃত্যুর কারণ ও মৃত্যুর পর কিছু করণীয়ের ব্যাপারে তিনি সন্তানদের কিছু দায়িত্বের কথা উল্লেখ করেছেন এতে। একটি নোটে তিনি লিখেছেন, ক্যান্সার রোগের এত চিকিৎসার পরও কষ্ট আর সহ্য করতে না পেরে অগত্য আত্মহত্যার পথ বেছে নিলাম। নোটে তিনি তার সন্তানসহ সবার কাছে ক্ষমাও চেয়েছেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net