উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ কৃষিখাতে বরাদ্দের দাবি

আপলোড সময় : ১১-০৫-২০২৪ ০৩:২১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৪ ০৩:২১:৫১ অপরাহ্ন
জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ বরাদ্দ, কৃষি ফসলের লাভজনক দাম ও আর্মি রেটে রেশনের দাবিতে ১০-২৫ মে দেশব্যাপী দাবিপক্ষ শুরু করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। দাবিপক্ষ শেষে ২৬ মে দেশব্যাপী জেলা প্রশাসক বা ইউএনওর মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। গতকাল শুক্রবার কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক জুলফিকার আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে। বিবৃতিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সভাপতি বজলুর রশীদ ফিরোজ ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, কৃষি খাত রাষ্ট্র ও সরকারের চরম অবহেলার শিকার। জিডিপিতে কৃষির অবদান ১১.২০ শতাংশ হওয়ার পরও বাজেটে তাদের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হচ্ছে না। স্বাধীনতার পর বাংলাদেশে কৃষি খাতে বরাদ্দ ক্রমাগত কমছে। আমরা দীর্ঘদিন যাবৎ কৃষি, কৃষক ও খেতমজুরদের বাঁচাতে তথা বাংলাদেশকে বাঁচাতে জাতীয় বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে আসছি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net