সাগরে নেমেছে ইরানের ড্রোনবাহী রণতরী

আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১১:২৪:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১১:২৪:২১ অপরাহ্ন
এবার ড্রোনবাহী রণতরী তৈরি করেছে ইরান। এমনকি এরই মধ্যে রণতরীটি সাগরেও নামিয়েছে তারা। প্রথমবারের মতো তার ছবিও সামনে এলো।
গত বছরের শুরুর দিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ-বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাঙ্গসিরি এক ঘোষণায় বলেন, খুব শিগগিরই ড্রোনবাহী জাহাজ উন্মোচন করা হবে। ড্রোনবাহী এই জাহাজের নাম দেয়া হয়েছে ‘শহীদ বাঘেরি’। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তাঙ্গসিরি নতুন জাহাজগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, এসব জাহাজ রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এসব জাহাজে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র বসানো হবে। এনডিটিভি জানিয়েছে, ইরানের নতুন ড্রোনবাহী জাহাজটি সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের নৌবন্দর বন্দর আব্বাসের উপকূলে দেখা গেছে। স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে তার ছবি। প্রতিবেদনে বলা হয়েছে, এটি মূলত একটি কন্টেইনার জাহাজ। যা দেখতে একটি বিমানবাহী রণতরীর মতো। কিন্তু এটা ড্রোন ওঠানামার জন্য ব্যবহার হচ্ছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net