ব্রাজিলে প্রবল বন্যায় ফুটবল বন্ধের নির্দেশ

আপলোড সময় : ১০-০৫-২০২৪ ১০:০৫:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৪ ১০:০৫:১৯ অপরাহ্ন

স্পোর্টস  ডেস্ক
প্রবল বন্যায় ভেসে গেছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলের রাজ্য রিও গ্রান্দে দো সুল। স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন। প্রাকৃতিক এই দুযোর্গের কারণে দেশটির ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) ফুটবলের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বলেছেন ব্রাজিলের ক্রীড়া মন্ত্রী আন্দ্রে ফুফুকা। স্থানীয় সরকারের প্রকাশিত তথ্যমতে, ভারি বৃষ্টিপাতে গত সপ্তাহে এই রাজ্যে তৈরি হওয়া বন্যায় এখন পর্যন্ত ৮৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৩৭২ জন, এখনও নিখোজ আছেন ১৩১ জন। এ ছাড়া এক লাখ ৫৯ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সিবিএফ এরইমধ্যে অবশ্য রিও গ্রান্দে দো সুলের কয়েকটি ম্যাচ স্থগিত করেছে; ম্যাচগুলোয় তাদের প্রতিপক্ষ ছিল গ্রেমিও, ইন্তারনাসিওনাল ও জুভেনতুদে। তবে ফুফুকার মতে, কেবল রিও গ্রান্দের ম্যাচ বাতিল করায় যথেষ্ট নয়। তার বিশ্বাস, এই মুহূর্তে দেশের পুরুষ ও নারী ফুটবলের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখাই সঠিক সিদ্ধান্ত হবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net