ইউরোপা লিগে ইতিহাস গড়লেন আতালান্তা, লেভারকুসেনের রেকর্ড

আপলোড সময় : ১০-০৫-২০২৪ ১০:০৪:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৪ ১০:০৪:৩৩ অপরাহ্ন

স্পোর্টস  ডেস্ক
ইউরোপা লিগে ইতিহাস গড়েছে আতালান্তা। সেমিফাইনালের দ্বিতীয় লেগে মার্শেইকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবার ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। একই রাতে আবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলে লম্বা সময় অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে বেয়ার লেভারকুসেনও। তারা ফাইনালে ওঠার দিন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে। শেষ মুহূর্তের জোড়া গোলে রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করে ফাইনাল নিশ্চিত করেছে ৪-২ অ্যাগ্রেগেটে। ২২ মে’র ফাইনালে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে লেভারকুসেন ও আতালান্তা। ম্যাচের ৩০ মিনিটে লুকম্যানের গোলে এগিয়ে যায় আতালান্তা। ৫২ মিনিটে রুগেরি করেন দ্বিতীয় গোল। শেষ দিকে যোগ হওয়া সময়ে বিলাল তুরে তৃতীয় গোল করে ব্যবধান বাড়িয়েছেন। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন লেভারকুসেন অবশ্য নিজেদের ম্যাচে শুরুতে দুই গোল হজম করে। তাতে অ্যাগ্রিগেটে ২-২ সমতা আনতে পেরেছিল রোমা। ৪৩ ও ৬৬ মিনিটে পেনাল্টি থেকেই দুই গোল হজম করে। স্পট কিক থেকে দুটি গোল-ই করেছেন লিয়ান্দ্রো পেরেদেস। তার পর লেভারকুসেনকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছেন রোমা ডিফেন্ডার গিয়ানলুকা মানচিনি। ৮২ মিনিটে তার আত্মঘাতী গোলে স্কোর হয়ে যায় ২-১। তার পর ৯০+৭ মিনিটে বদলি খেলোয়াড় জোসেফ স্টানিসিচ সমতা ফেরালে দুই লেগ মিলে ৪-২ ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত করেছে জাভি আলোনসোর দল। বুন্দেসলিগা জয়ীরা এই ড্রয়ে ৪৯ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে। ছাড়িয়েছে বেনফিকার ৫৯ বছরের পুরনো রেকর্ড। পর্তুগিজ ক্লাব রেকর্ডটি করেছিল ১৯৬৩-৬৫ সালে। এবার তৃতীয় ইউরোপিয়ান ফাইনালে তারা। ১৯৮৮ সালে জিতেছিল উয়েফা কাপ। একমাত্র শিরোপা বলতে এটি। তার পর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হেরেছে ২০০২ সালে। 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net