প্রথম ম্যাচে আমিরকে নিয়ে অনিশ্চয়তা

আপলোড সময় : ১০-০৫-২০২৪ ১০:০৪:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৪ ১০:০৪:০৫ অপরাহ্ন

স্পোর্টস  ডেস্ক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে পাকিস্তানের। এর মধ্যে পরশু সকালে আয়ারল্যান্ড পৌঁছেও গেছে পাকিস্তান। তবে ভিসা জটিলতায় আটকে ছিলেন মোহাম্মদ আমির। যদিও আমিরের ইংল্যান্ডের নাগরিকত্ব আছে। ব্রিটিশ স্ত্রীর সূত্র ধরে আগেই ইংল্যান্ডের স্থায়ী নাগরিকত্ব পান এই বাঁহাতি পেসার। তারপরও ইংল্যান্ডের প্রতিবেশী দেশ আয়ারল্যান্ডে আমিরের ভিসা জটিলতা অবাক করাই ছিল বটে। ২০১৮ সালে পাকিস্তান হয়ে আয়ারল্যান্ড সফর করার অভিজ্ঞতাও আছে আমিরের। শেষ পর্যন্ত অবশ্য জটিলতা কেটেছে। গত বৃহস্পতিবার আমিরের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম। তবে এদিন ডাবলিনে প্রথম টি-টোয়েন্টির আগে এই বাঁহাতি পেসার দলের সঙ্গে যুক্ত হতে পারবেন কি না তা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। সে ক্ষেত্রে অবশ্য পরের দুই ম্যাচ হাতে থাকছে। এক দিনের বিরতি দিয়ে একই ভেন্যুতে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি। শেষটিও একই ভেন্যুতে আগামী ১৪ মে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net