
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে অন্তর্র্বতীকালীন সরকার গঠন হয়েছে। এ সরকার দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার গঠন করবে। সেই নির্বাচিত সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। গতকাল সোমবার সকালে খুলনার শিববাড়িতে সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। আমান উল্লাহ বলেন, ‘আমরা অন্তর্র্বতীকালীন সরকারের সঙ্গে কথা বলেছি। সেখানে বলেছি, যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দিতে হবে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি আরও বলেন, ‘দলের মধ্যে কোনও বিভেদ নেই। দল ঐক্যবদ্ধ রয়েছে। দলের নেতাকর্মীদের মধ্যে পদ প্রত্যাশা রয়েছে। কিন্তু কোনও বিভেদ নেই। সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৪ গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জিয়া হল চত্বর, শিববাড়ী মোড়ে শুরু হয়। সোনাডাঙ্গা থানা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ আহসান পরাগের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান।